চার ওভার বল করে পাননি কোন উইকেট। নিজের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বাবর আজমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। বাবরকে আউট করার দুই বল পরই আরেকটি উইকেটের দেখা পেতে পারতেন সাকিব। আগা সালমান তাকে সামনের পায়ে খেলতে গিয়ে ব্যাটে ঠিকমতো বল পাননি। ব্যাটের ভেতরের কানায় বল লেগে শর্ট লেগে ওত পেতে থাকা জাকির হাসানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ডাইভ দিয়েও ধরতে পারেননি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে পাকিস্তান। রিজোয়ান ১৪ ও সালমান ০ রানে ব্যাট করছেন।
প্রথম দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। হতে পারেনি টসও। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় দিনে অবশ্য বৃষ্টি নেই। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪ মাস পর দলে ফিরে প্রথম ওভারেই উইকেটের দেখা পান তাসকিন। ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারিতে ওপেনার আব্দুল্লাহ শফিকের (০) স্টাম্প উপড়ে ফেলেন ডানহাতি এই পেসার।
কিন্তু সেই শুরুটা আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ক্রিজে এসেই আক্রমণাত্মক খেলা শুরু করেন শান মাসুদ। তাকে দারুণ সঙ্গ দিয়ে একপ্রান্ত আগলে রাখেন সাইম। দুজনে মিলে বেশ সানন্দেই পার করেন প্রথম সেশন। লাঞ্চ থেকে আসার পর নিজের দ্বিতীয় ওভারে মাসুদকে সাজঘরে পাঠান মিরাজ। ৬৯ বলে ২ চারে ওয়ানডে স্টাইলে খেলে ৫৭ রান করেন পাক অধিনায়ক। এরপর সাইমও তুলে নেন ফিফটি।
এদিকে এই ম্যাচের একাদশে একটি বদল এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদকে জায়গা করে দিয়েছেন শরিফুল ইসলাম। পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে দুটি। নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির জায়গা নিয়েছেন আবরার আহমেদ ও মীর হামজা।
পূর্বকোণ/পিআর