চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বন্যার্তদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান রিজওয়ানের

ক্রীড়া ডেস্ক

২৫ আগস্ট, ২০২৪ | ৫:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বিগ্ন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করার পাশাপাশি বন্যা কবলিতদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

 

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে পাকিস্তানে। প্রতিপক্ষ হলেও বাংলাদেশের এই দুর্যোগময় অবস্থা দেখে কাঁদছে মোহাম্মদ রিজওয়ানের মন। কারণ তীব্র বন্যায় দেশের ১২ জেলায় অর্ধকোটি মানুষ কষ্টে জীবন পার করছেন।

 

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এসে বাংলাদেশের সেই মানুষদেরই স্মরণ করলেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। নিজের ফেসবুক পেইজে এক পোস্টে বাংলাদেশের বন্যা পরিস্থিতির কথা তুলে ধরেন। পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহবান জানান এই পাক ক্রিকেটার।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন