চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

বিশ্বকাপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৮ আগস্ট, ২০২৪ | ৫:৫১ অপরাহ্ণ

২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের সাথে গ্রুপ ‘ডি’ তে খেলবে বাংলাদেশ। গ্রুপের অন্য একটি দল এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পার করে কোয়ালিফাই করবে বিশ্বকাপে। ২০২৫ সালে এই আসর বসবে মালয়েশিয়াতে।

 

১৬ দলের অংশগ্রহণে ৪১ ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে ২০২৫ সালের ১৮ জানুয়ারি। নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় আসরের ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি। মালয়েশিয়ার চার স্টেডিয়ামে আয়োজিত হবে পুরো টুর্নামেন্ট।

 

এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে সামোয়া। সরাসরি খেলবে বাংলাদেশ। সবমিলিয়ে খেলবে ১২ দল। স্বাগতিক মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত পড়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। ‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া এবং আফ্রিকার কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল।

 

‘এ’ গ্রুপের এবং ফাইনাল ম্যাচ হবে শীলাগোরের বাসুসমাস ওভালে। বাংলাদেশের ম্যাচগুলো হবে উইকেএম ওয়াইএসডি ওভালে। টুর্নামেন্টের প্রথমদিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ হবে এশিয়ার কোয়ালিফায়ার থেকে উঠে আসা দলটি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট