চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতকানিয়া সংবাদদাতা

৩০ জুন, ২০২৪ | ১১:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৪ সাতকানিয়া উপজেলা পর্যায়ের শুভ উদ্বোধন হয়েছে।

 

রবিবার (৩০ জুন) বিকাল ৩টায় সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।

 

অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক নুরুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট ফারিস্তা করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনজুমান আরা।

 

এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবুল খায়ের, সহকারী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমির, উপজেলা পরিষদের সিএ মিজানুর রহমান প্রমুখ।

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি সিফাত হোসেন, মো. রিয়াদ ও খলিলুল্লাহ সোহাগের পরিচালনায় খেলায় সাতকানিয়া মডেল হাই স্কুল ৫-০ গোলে ঢেমশা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। অপর খেলায় চিব্বাড়ি উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হয় বারদোনা উচ্চ বিদ্যালয়।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট