জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাইলটের বন্ধু ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম।
ফেসবুকে খালেদ মাসুদ পাইলট বলেছেন, আমার মা নার্গিস আরা বেগম আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১১টা ৪৫ মিনিটে মারা গেছেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমির কোচ তুষার জানান, খালেদ মাসুদ পাইলট ভাইয়ের মা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, থাইরয়েড এবং শরীরে লবণের সংকটে ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার (২৪ জুন) বিকেলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
পূর্বকোণ/মাহমুদ