চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৭ জুন, ২০২৪ | ১১:৪২ পূর্বাহ্ণ

ব্যাট হাতে দুঃস্বপ্ন উপহার দিলেও বোলাররা মান রেখেছেন। নেপালকে ২১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পর সুপার এইটে গেল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।বাংলাদেশ পরবর্তী পর্বে গ্রুপ-১ এ খেলবে। সেখানে তাদের গ্রুপ সঙ্গী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।

 

কিংস্টনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে  ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন সাকিব আল হাসান। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ৮৫ রানে অলআউট হয় নেপাল।

 

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগেছে নেপাল। টার্নিং উইকেটেও নতুন বলে রীতিমতো আগুন ঝরিয়েছেন তানজিম হাসান সাকিব।

 

৪ ওভার বল করে দুই মেডেনে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। তার পরেও নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মাল্লা-এইরির জুটিতে। মাল্লাকে (২৭) আউট করে ৫২ রানের সেই জুটি ভেঙে জয় পেতে বাকি অবদানটা রাখেন মোস্তাফিজ। তার পর তো কাটার মাস্টার নিজের স্বভাবসুলভ নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে শেষ দিকে রুখে দিতে পেরেছেন। শেষ দিকে মোস্তাফিজের আঘাতেই ফেরেন এইরি। তিনি ৩১ বলে ২ চার ও ১ ছক্কায় ২৫ রান করেছেন। শেষ ওভারে সাকিবের জোড়া আঘাতে ১৯.২ ওভারে ৮৫ রানে শেষ হয় নেপালের ইনিংস। 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট