চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

পাপুয়া নিউগিনির বিপক্ষে উগান্ডার ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক

৬ জুন, ২০২৪ | ১১:৫৯ পূর্বাহ্ণ

পাপুয়া নিউগিনির বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে উগান্ডা। আইসিসির প্রথম সহযোগী সদস্য দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল তারা।

 

বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ সময় সকালে নিউগিনিকে ১০ বল হাতে রেখে ৩ উইকেটে হারিয়েছে উগান্ডা। এর আগে কোন সহযোগী সদস্য দেশ সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে জয়ের রেকর্ড গড়তে পারেনি।

 

নতুন ইতিহাস যে লেখা হবে সেটি আগে থেকেই জানা ছিল। কারণ এই ম্যাচে অংশ নেওয়া দুই দলই আইসিসির সহযোগী সদস্য। যে দলই জিতুক, তাতেই ইতিহাস হবে। পাপুয়া নিউগিনি জিতলেও একই ধরনের ইতিহাস হতো। তবে শেষ পর্যন্ত সফল হয়েছে উগান্ডা।

 

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭৭ রানে অলআউট হয় নিউগিনি। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন হিরি হিরি। ১২ রান করেন লেগা সিয়াকা ও উইকেটরক্ষক ব্যাটার কাপলিন ডোরিগ। আর কেউ ২ অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

 

উগান্ডার হয়ে দুটি করে উইকেট শিকার করেন আলপেশ রমজানি, কসমাস কায়উটা, জুমা মিয়াজি ও ফ্রাঙ্ক এনসুবুগা।

 

জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানে ৫ উইকেট হারায় উগান্ডা। এরপর ৩৫ রানের জুটি করেন রিয়াজাত আলি শাহ ও জুমা মিয়াজি। ৫৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেন রিয়াজাত। রানআউট হওয়ার আগে মিয়াজি করেন ১৩ রান।

 

নিউগিনির হয়ে ২টি করে উইকেট নেন এলেই নাও এবং নরমান ভানুয়া।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট