চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নেপালকে উড়িয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক

৩ জুন, ২০২৪ | ৬:১৮ অপরাহ্ণ

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কাবাডির ফাইনালে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নশিপ নিজেদের কাছে রেখে দিয়েছে স্বাগতিকরা।

 

সোমবার (৩ জুন) ফাইনাল শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুন্সী অবসরের ঘোষণা দেন। তার মাথায় পাগড়ি পরিয়ে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছে। তবে ফাইনাল খেলেছেন আরদুজ্জামান। ম্যাচশেষে তার হাতেই উঠেছে সুদৃশ্য ট্রফিটি।

 

এর আগে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ৪৬-১১ পয়েন্টে জিতেছিল নেপালের বিপক্ষে। সেদিন প্রথমার্ধে তাও লড়াই করেছিল নেপাল, তবে বিরতির পর অসহায় আত্মসমর্পণ। আজ ফাইনালে নেপাল একদম শুরুর দিকে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আভাস দেয়। তবে স্বাগতিকদের উদ্যোমের কাছে টিকতে পারেনি।

 

শুরুতে ১-০ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। নেপাল পরক্ষণে ১-১ স্কোর করে লড়াইয়ের আভাস দেয়। ধারাবাহিকতায় ২-১ স্কোরে এগিয়ে যায় হিমালয়ের দেশটি। তবে স্বাগতিকরা বেশিক্ষণ তাদের রাজত্ব করতে দেয়নি। ঘুরে দাঁড়িয়ে একের পর এক পয়েন্ট নিতে থাকে। একপর্যায়ে ১৬-২ স্কোরে এগিয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ফেলে দেয়।

 

প্রথমার্ধে ২৪-১০ পয়েন্টে বাংলাদেশ এগিয়ে থাকে। এই সময়ে একবার অলআউট করে লোনাও পায় মিজান-আল আমিনরা। স্বাগতিকদের পয়েন্ট নেওয়ার অভিযানে নেপালও কম যায়নি। গ্রুপ পর্বের চেয়ে আজ পয়েন্ট বেশি পেলেও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি।

 

বিরতির পর এগিয়ে চলা অব্যাহত থাকে বাংলাদেশের। দ্বিতীয়বার প্রতিপক্ষকে অলআউট করার সময় স্কোর দাঁড়ায় ২৯-১১ তে।

 

শেষ দিকে এসে বাংলাদেশ একবার অলআউট হয়। ৪৩-২৮ পয়েন্টে নেপাল পিছিয়ে থাকে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট