চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং : সুখবর পেলেন লিটন-তাসকিন

অনলাইন ডেস্ক

১ মে, ২০২৪ | ৭:৩০ অপরাহ্ণ

জাতীয় দলের খেলা নেই বেশ কিছুটা সময় ধরে। অবশ্য টাইগার ক্রিকেটারদের ব্যস্ততা তাতে থেমে নেই। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য চট্টগ্রামে প্রস্তুত হচ্ছে শান্ত-লিটন-তাসকিনরা। আগামী ৩ তারিখ থেকে শুরু হচ্ছে এই সিরিজ। যদিও তার ঠিক আগেই সুখবর পেয়েছেন দলের দুই তারকা লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ। 

আজ বুধবার (১ মে) আইসিসির টি-টোয়েন্টি ক্রিকেটারদের র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে একধাপ এগিয়েছেন লিটন দাস। ব্যাটারদের মধ্যে তার অবস্থান এখন ২৯ নম্বরে। টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের সেরা ব্যাটার তিনিই। এছাড়া ৩২ নম্বরে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান আছেন ৭০ নম্বরে। 

এছাড়া বাংলাদেশি বোলারদের মধ্যে একধাপ এগিয়ে তাসকিন আহমেদ আছেন ৩২ নম্বরে। দেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান ২৪ নম্বরে।তবে র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি দেখা গিয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের। এক ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ১০ পয়েন্ট বেড়ে তার রেটিং এখন ৭৬৩। এদিকে তালিকার শীর্ষে থাকা সূর্যকুমার যাদবের রেটিং ৮৬১।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট