চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের শূভেচ্ছা দূত উসাইন বোল্ট

ক্রীড়া ডেস্ক

২৫ এপ্রিল, ২০২৪ | ১২:০৩ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে শূভেচ্ছা দূত হিসেবে কিংবদন্তি অ্যাথলেট উসাইন বোল্টের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাওয়া মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটিতে তিনি বিশেষ এই দায়িত্ব পালন করবেন।

 

আটবারের অলিপম্পিকে স্বর্ণজয়ী বোল্টের আগ্রহ ছিল ক্রিকেটের প্রতি। তবে স্প্রিন্টে বেশি মনোযোগ দেয়ার কারণে আর খেলা হয়নি ক্রিকেট। তবে এবার প্রিয় খেলার সঙ্গে যুক্ত থাকার সুযোগ পেলেন বিশ্বের দ্রুততম মানবখ্যাত এই জ্যামাইকান।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বোল্ট। ক্রিকেট নিয়ে তার আবেগের কথাও জানিয়েছেন আইসিসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হওয়ায় আমি রোমাঞ্চিত। ক্রিকেট আমার জীবনের একটা অংশ, খেলাটি সব সময় আমার হৃদয়ের বিশেষ এক জায়গা নিয়ে আছে। মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের অংশ হতে পেরে নিজেকে সম্মানিতবোধ করছি। বিশ্বকাপে শক্তি ও উদ্যম নিয়ে কাজ করতে এবং সারা বিশ্বে খেলাটি ছড়িয়ে দিতে উন্মুখ হয়ে আছি।

 

আগামী জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য আসরে অংশ নেবে মোট ২০টি দল। আসরকে পুরো বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিতেই বোল্টের মতো জনপ্রিয় অ্যাথলেটকে শুভেচ্ছা দূত হিসেবে বেছে নিয়েছে আইসিসি।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট