চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৭৫

ক্রীড়া ডেস্ক

৯ মার্চ, ২০২৪ | ৫:১৪ অপরাহ্ণ

প্রথম দুই ম্যাচেই আগে ফিল্ডিং করা বাংলাদেশ এই ম্যাচেও একই কাজ করেছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৬৬ রান তাড়া করে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল বাংলাদেশ। আজ সিরিজ জিততে সেই ম্যাচের চেয়ে ১০ রান বেশি তাড়া করতে হবে নাজমুল হাসান শান্তর দলকে।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ১৭৫ রান। টস হেরে আগে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। এই ম্যাচ জিতলে সিরিজ জয়ের সুযোগ আছে দুই দলের সামনেই।

প্রথম দুই ম্যাচেই আগে ফিল্ডিং করা বাংলাদেশ এই ম্যাচেও একই কাজ করেছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৬৬ রান তাড়া করে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল বাংলাদেশ। আজ সিরিজ জিততে সেই ম্যাচের চেয়ে ১০ রান বেশি তাড়া করতে হবে নাজমুল হাসান শান্তর দলকে।

আগে ব্যাট করা শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেছেন কুশল মেন্ডিস। এই মেন্ডিসই প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দুর্দান্ত ব্যাট করেছিলেন। এই ম্যাচেও জ্বলে উঠেছেন লঙ্কান উইকেটরক্ষক। ৫৫ বলের ইনিংসে ছয়টি করে চার ও ছয় মেরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার ইনিংসে আর কেউই বড় অবদান রাখতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান এসেছে দাসুন শানাকার ব্যাট থেকে। ১৫ রান করেছেন আগের দুই ম্যাচ না খেলা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ২৫ রান দিয়ে দুটি ও রিশাদ ৩৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। ২৮ রান দিয়ে এক উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম। চার ওভার বল করা মুস্তাফিজ একটি উইকেট পেলেও রান দিয়েছেন ৪৭।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট