চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে শুরু হয়েছে মেয়র গোল্ডকাপ ফুটবল

বোয়ালখালী সংবাদদাতা

২১ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা আয়োজিত মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

 

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।

 

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন বলেছেন, সুস্থ সবল থাকতে হলে খেলাধুলার প্রয়োজন। এজন্য তরুণ প্রজন্মকে উজ্জীবিত রাখতে এর চর্চা করতে হবে।

 

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব। এতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।

 

পৌর কাউন্সিলর মো.ইসমাইল হোসেন আবুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি এস এম শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, এসএম জসিম, শফিউল আজম শেফু, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বাবলু, ব্যবসায়ী জহুর চৌধুরী, মোহাম্মদ আলম ববি, প্রবাসী জসিম উদ্দিন প্রমুখ।

 

৮টি দলের অংশগ্রহণে লীগ পদ্ধতির টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বোয়ালখালী ফুটবল একাডেমি বনাম চরণদ্বীপ হারুন স্মৃতি ফুটবল একাদশ। এই খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল পায়নি। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন নাফিস সরকার এবং সহকারী রেফারির দায়িত্বে ছিলেন সৈকত ও মো. ইব্রাহিম।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট