চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মোস্তাফিজের চোট অভ্যন্তরীণ নয়, আছেন পর্যবেক্ষণে

স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:২৭ অপরাহ্ণ

নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়ে মাথায় বলের আঘাত পেয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। তার এ অবস্থা দেখে ক্রিকেটপ্রেমীরা দু:শ্চিন্তায় পড়ে গিয়েছিল। তবে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ক্রিকেটপ্রেমীদের স্বস্তির খবরই দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। হাসপাতালে স্ক্যান করানোর পর জানা গেছে, মোস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো চোট নেই।

 

কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেওয়া এক বিবৃতিতে দলটির ফিজিও জাহিদুল ইসলাম বলেছেন, ‘স্ক্যান করানোর পর আমরা জানতে পেরেছি যে চোট শুধুই বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। এখন সে কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের ফিজিওর নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।’

 

চলমান বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মোস্তাফিজের শিকার ১১ উইকেট। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের সীমিত ওভারের ফরম্যাটের দলে আছেন তিনি। পেস আক্রমণে মোস্তাফিজ দলের অবিচ্ছেদ্য অংশ। এই অবস্থায় মোস্তাফিজের মাথায় আঘাত চিন্তার ভাঁজ ফেলেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট