বুধবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে এশিয়ান গ্রুপ কর্পোরেট ফুটসাল টুর্নামেন্ট। এবারের কর্পোরেট ফুটসাল টুর্নামেন্ট ট্রফি উন্মোচন করেন এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও তরুণ শিল্পোদ্যোক্তা সাকিফ আহমেদ সালাম এবং এশিয়ান গ্রুপ স্পোর্টস লিগের উদ্যোক্তা ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম। জমকালো আয়োজনে সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি ৫ তারকা হোটেলে এই ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচনে অংশ নেন রংপুর রাইডার্সের দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ইমরান তাহিরসহ ৪ বিদেশি ক্রিকেটার। এর আগে খেলাধুলাসহ এশিয়ান গ্রুপের বিভিন্ন সামাজিক সেবামূলক উদ্যোগ তুলে ধরেন গ্রুপের নির্বাহী পরিচালক ও বিজিএমই’র প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন। এতে উপস্থিত ছিলেন ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, পিএইচপি ফ্যমিলি’র পরিচালক মোহম্মদ আকতার পারভেজসহ অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা। ১৪ ফেব্রুয়ারি নগরীর টেক্সটাইল মোড়স্থ এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে উদ্বোধন করা হবে এই টুর্নামেন্ট। যা শেষ হবে আগামী ১৮ ফেব্রুয়ারি।
এই ফুটসাল টুর্নামেন্টে অংশ নিচ্ছে -২৪টি দল। দলগুলো হচ্ছে- কেএসআরএম, সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, এশিয়ান গ্রুপ, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, এমএএফ, প্যাসিফিক জিন্স, অনন্তা, বিকাশ, নগদ, রবি, বাংলালিংক, রে কম, মারশেক, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, কিষোয়ান, ক্লিফটন গ্রুপ, বারকোড, চৌধুরী গ্রুপ, ডেকাথলোন, পিএইচপি, জেএমএস গ্রুপ, এক্সিম ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট ও ইউনিয়ন ব্যাংক পিএলসি।
পূর্বকোণ/এএইচ