চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

হাজী গোলাম কুদ্দুস স্মৃতি ফুটবল ফাইনালে ইয়ং স্টার চ্যাম্পিয়ন

বিজ্ঞপ্তি

১১ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:১৯ অপরাহ্ণ

বোয়ালখালীতে গোমদণ্ডী মুন্সিপাড়া ইউনাইটেড ক্লাব আয়োজিত মরহুম হাজী গোলাম কুদ্দুস মাস্টার স্মৃতি অলিম্পিক রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আলহাজ মোরশেদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।

 

মোহাম্মদ সরওয়ার আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ আরিফ উদ্দিন জুয়েল, এস.এম জামাল উদ্দিন, সাইদুল আলম, গিয়াস উদ্দিন বাবলু, আসাদুজ্জামান, রাশেদুজ্জামান, শাহ আলম বাবলু, শাহজাহান, গিয়াস উদ্দিন সুমন, ওয়াজেদ, জাহেদুল আলম, নিশাত, জুবায়ের সানি, সাইফ মোহাম্মদ, আহসানুল করিম রুকন প্রমুখ।

 

খেলায় রোহাই পাড়া ইয়ং স্টারকে ১-০ গোলে পরাজিত করে সৈয়দ নগর ইয়ং স্টার চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট