বিপিএলে কাগজে-কলমে এবার শক্তিশালী দলই গঠন করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু মাঠের পারফরম্যান্সের প্রতিফলন দেখা যায়নি বর্তমান চ্যাম্পিয়নদের। শুক্রবার অবশ্য টানা তিন ম্যাচ জেতা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছেন লিটন দাসের কুমিল্লা। এদিন চট্টগ্রামকে ৭২ রানে অলআউট করে ৬৪ বল আগেই ৭ উইকেট জয় তুলে নেয় তারা। তাতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে গেছে কুমিল্লা। অন্যদিকে, ৬ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে আগের মতোই দুই নম্বরে অবস্থান চট্টগ্রামের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া চট্টগ্রাম এই ম্যাচে নিজেদের ছায়া হয়েই ছিল। কুমিল্লার স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণি জাদুতে ১৬.৩ ওভারে ৭২ রান তুলতে পারে তারা। সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেছেন টম ব্রুস। এর বাইরে নাজিবুল্লাহ জাদরান ছাড়া কেউই দুই অঙ্কের (১১) ঘরে পৌঁছাতে পারেননি। কুমিল্লার তানভীর ১৩ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। এছাড়া আলিস আল ইসলাম ১৪ রানে দুটি এবং আমের জামাল, মোস্তাফিজুর রহমান ও রেমন রেইফার প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
৭৩ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে আজও ব্যর্থ হয়েছেন ওপেনার লিটন দাস। গত ৫ ম্যাচেই তিনি ব্যর্থ ছিলেন। সর্বোচ্চ ১৪ রান করেছেন বরিশালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে। আজ ৮ বলে ২ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। তিন নম্বরে নামা মাহিদুল ইসলাম অঙ্কনও ৫ রানের বেশি করতে পারেননি। তবে চার নম্বরে নেমে তাওহীদ হৃদয় সিলেটে তাণ্ডব চালিয়েছেন। জয় থেকে ৭ রান দূরে থাকতে ১৩ বলে ৩১ রান করে আউট হয়েছেন তাওহীদ। অন্য প্রান্তে মোহাম্মদ রিজওয়ান ২৪ বলে ১৬ রানে অপরাজিত থেকে জয়ে অবদান রেখেছেন তিনি। চট্টগ্রামের আল আমিন হোসেন, বিল্লাল খান ও জিয়াউর রহমান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ