দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা ভালো না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে। আইরিশদের হারানোর পরের দিন অবশ্য দুঃসংবাদ পেয়েছে তারা। দলের অন্যতম সেরা পেসার মারুফ মৃধা আইসিসির আচরণবিধি ভাঙায় দোষী সাব্যস্ত হয়েছেন।
ভারতের বিপক্ষ বাংলাদেশের ম্যাচ চলাকালে আচরণবিধির লেভেল ওয়ান ভাঙায় আইসিসি তিরস্কার করেছে তাকে। ম্যাচে আগ্রাসী আচরণের কারণে অভিযুক্ত হয়েছেন তিনি। ঘটনা ৪৪তম ওভারের। আরভেল্লি অবানিশকে আউট করে তাকে দুইবার প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করেন। এই বাঁহাতি পেসার আচরণবিধির ২.৫ ধারা ভেঙেছেন।
এই ধারা অনুযায়ী কোনও ব্যাটারকে আউট করার পর তাকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক কোনও আচরণ, ভাষার ব্যবহার করার ব্যাপারে নিষেধ আছে। এই শাস্তির কারণে মারুফের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে, যা তার ২৪ মাসের মধ্যে প্রথম। মারুফ তার অপরাধ স্বীকার করায় কোনও শুনানির প্রয়োজন নেই। ওই ম্যাচে বাংলাদেশ ৮৪ রানের বড় ব্যবধানে হেরে যায়। যদিও মারুফ সর্বোচ্চ ৫ উইকেট নেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ