চট্টগ্রাম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি টুর্নামেন্ট কাল

কক্সবাজার সংবাদদাতা

২৩ জানুয়ারি, ২০২৪ | ১১:১২ অপরাহ্ণ

কক্সবাজারে পর্দা উঠতে যাচ্ছে এশিয়ার তিন দেশ বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা দলের নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি টুর্নামেন্ট। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হয়েছে। এ সময় মিট দ্যা প্রেসে তিন দলের অধিনায়ক তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুভূতি জানাতে গিয়ে পাকিস্তান দলের অধিনায়ক বাংলাদেশের আথিতেয়তার প্রশংসা করেন। স্বাগতিক হওয়ায় মাঠের কন্ডিশন ঘিরে নিজেদের গুছানো কৌশল রয়েছে বলে জানান বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার। সামনের বিশ্বকাপ ফোকাসে রেখে শ্রীলঙ্কান অধিনায়ক মনে করেন এ টুর্নামেন্ট তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

 

ডাবল-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

 

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হবে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল।

 

তিন দেশের টিম ম্যানেজাররাও অনেকটা একই সুরে জানান, সামনে তাদের বিশ্বকাপ রয়েছে। তাই বিশ্বকাপ টুর্নামেন্টের আগে কক্সবাজারের এ আয়োজন অনেক গুরুত্বপূর্ণ।

 

২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। সবমিলিয়ে সাতটি ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

 

বাংলাদেশ নারী দলের হয়ে খেলবেন যারা:

 

সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা, আফিয়া অসীমা, উন্নতি আক্তার, আরভিন তানি, মোসাম্মৎ ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন, হাবিবা ইসলাম, জান্নাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্ণা কর্মকার, ফারিয়া আক্তার ও আনিসা আক্তার।

 

সিরিজের সূচি:

 

২৪ জানুয়ারি বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল
২৫ জানুয়ারি পাকিস্তান নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল
২৭ জানুয়ারি বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও পাকিস্তান নারী অনুর্ধ্ব- ১৯ দল
২৮ জানুয়ারি বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল
৩০ জানুয়ারি পাকিস্তান নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল
৩১ জানুয়ারি বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও পাকিস্তান নারী অনুর্ধ্ব- ১৯ দল

 

পূর্বকোণ/আরাফাত/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট