চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি মারিও জাগালো আর নেই

স্পোর্টস ডেস্ক

৬ জানুয়ারি, ২০২৪ | ১১:২২ পূর্বাহ্ণ

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি মারিও জাগালো মারা গেছেন। ইতিহাসের প্রথম খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়েছিলেন ৯২ বছর বয়সী সেলেসাও তারকা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে দেশপ্রেম, দৃঢ়তা এবং গৌরবের আরেক সমার্থক ছিলেন রেকর্ড পাঁচ ফাইনাল খেলে চারবার বিশ্বকাপ জেতা জাগালো।

 

শনিবার (৬ জানুয়ারি) ভোরে এক বিবৃতিতে জাগালোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ।

 

১৯৩১ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। জাগালো ব্রাজিলকে প্লেয়ার হিসেবে দুটি ও পরে কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জেতান।

১৯৩০ সাল থেকে বিশ্বকাপ শুরু হলেও সবচেয়ে সফল দল ব্রাজিল এর স্বাদ নেয় ১৯৫৮ সালে। ওই দলের অন্যতম সদস্য ছিলেন জাগালো। চার বছর পর ফের বিশ্বকাপ জিতে সেলেসাওরা। সেবারও জাগালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
 
১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন জাগালো, সতীর্থ পেলেরা হয়ে যান শিষ্য। সেবার সেলেসাওরা জিতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ। এর মাধ্যমে প্রথম বার কেউ ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পান। ১৯৯৪ সালের বিশ্বকাপে জাগালো ছিলেন ব্রাজিলের সহকারী কোচ। সেবার চতুর্থ বিশ্বকাপ জিতে হলুদ জার্সিধারীরা।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন