চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

আইসিসি মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদা

স্পোর্টস ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৩ | ৩:৪২ অপরাহ্ণ

প্রথম বাংলাদেশি নারী হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার। মাসসেরার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জাতীয় দল সতীর্থ ফারজানা হক এবং পাকিস্তানের সাদিয়া ইকবালকে।

 

সোমবার (১১ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানায় আইসিসি। এই পুরস্কার জয়ের পর আইসিসিকে নিজের অনুভূতি জানিয়ে নাহিদা বলেন, ‘এটা আমার জন্য অনুপ্রেরণার। আইসিসির কাছ থেকে এই স্বীকৃতি বড় অর্জন। এটা সামনে এগিয়ে যেতে আমাকে সহায়তা করবে।’

নভেম্বর মাসের সেরা হওয়ার লড়াইয়ে নাহিদার সঙ্গে ছিলেন বাংলাদেশের ফারজানা হক পিকিংও। বাংলাদেশের এই দুই ক্রিকেটারের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। তাদের পেছনে ফেলে মাসসেরা ক্রিকেটার হয়েছেন নাহিদা।

 

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন নাহিদা। তিন ওয়ানডেতে ১৪.১৪ গড়ে ৭ উইকেট শিকার করেন তিনি, যে পারফরম্যান্স অবদান রাখে বাঘিনীদের সিরিজ জয়ে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট