চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফিফার প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তিন গোলে বাংলাদেশের জয়

অনলাইন ডেস্ক

১ ডিসেম্বর, ২০২৩ | ৬:০১ অপরাহ্ণ

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হওয়ার ইঙ্গিত মিলেছিল। কিন্তু ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ প্রথমার্ধে বাংলাদেশ প্রতিপক্ষকে কোনও সুযোগই দেয়নি। একপেশে ম্যাচ খেলে ২-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে গেছে সাবিনা-সানজিদারা। গোল দুটি করেছেন আফঈদা খন্দকার ও তহুরা খাতুন। বিরতির পর ম্যাচে ফিরতে পারেনি সিঙ্গাপুর । উল্টো আরও এক গোল হজম করতে হয়েছে তাদের। 

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বাংলাদেশ একচেটিয়া দাপট দেখাতে শুরু করে। সিঙ্গাপুরকে কোনও সুযোগই দেয়নি। সাবিনা-সানজিদারা প্রতিপক্ষকে চেপে ধরে শুরুতেই গোল আদায় করে নেয়। ৪-৪-২ ছকে খেলে ম্যাচ ঘড়ির ৩ মিনিটে প্রথম গোল আসে। সাবিনার ক্রসে অনেকটা ফাঁকায় থাকা আফঈদার জোরালো হেড ক্রসবারের মাঝামাঝি জায়গায় লেগে গোল লাইনের একটু ভেতরে প্রবেশ করে। তাতেই লাল-সবুজ দলের উল্লাস শুরু। সিঙ্গাপুরও পারেনি রক্ষণ সামলে স্বাগতিকদের ওপর চড়াও হতে। পারেনি গোলকিপার রুপনা চাকমার বড় পরীক্ষা নিতে।

পূর্বকোণ/আর‌আর

শেয়ার করুন