চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বিশ্বকাপ ব্যর্থতা : বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৩ | ২:০৭ অপরাহ্ণ

ওয়ানডে বিশ্বকাপ একদমই ভালো কাটেনি বাংলাদেশের। নয় ম্যাচের সাতটিতেই হেরে দেশে ফিরেছে তারা।

এবার এমন ব্যর্থতার কারণ খতিয়ে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে বিসিবি। এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন, মাহবুব আনাম ও আকরাম খান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিষয়টি জানায় বাংলাদেশি ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বলা হয়, এই কমিটির মূল লক্ষ্য বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করা এবং তা ক্রিকেট বোর্ডে পেশ করা।

সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ হয় অষ্টম! টেনে-টুনে কোনোভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করলেও পারফরম্যান্স ছিল একদমই বাজে। কেবল আফগানিস্তান ও শ্রীলঙ্কা ছাড়া কাউকে হারাতে পারেনি সাকিব আল হাসানের দল।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন