চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ফিলিপসের শিকার শান্ত

স্পোর্টস ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৩ | ১১:৪২ পূর্বাহ্ণ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টেস্ট অভিষেক হয়েছে শাহাদাৎ হোসেন দীপুর।

 

শুরুর ১০ ওভার কোনো বিপদ ছাড়াই কাটিয়ে দেন দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। তাতে ইঙ্গিত দিচ্ছিলেন বড় জুটির। কিন্তু ১৩তম ওভারে এজাজ প্যাটেলের ঘূর্ণির মায়াজালে আটকা পড়ে বোল্ড হন জাকির। ৪১ বলে ১ চারে ১২ রান করেন তিনি। তাতে ভাঙে ৩৯ রানের জুটি।

 

এরপর আগ্রাসী খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। গ্লেন ফিলিপসের ফুলটস বলও মারতে চাইলেন মাঠের বাইরে। এবার আর হলো না। উঁচুতে ওঠা বল ডিপ মিড অনে ধরে ফেলেন কেন উইলিয়ামসন। ৩৫ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৭ রানে থামেন বাংলাদেশের অধিনায়ক। ৯২ রানে দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে বাংলাদেশ। মাহমুদুল ৪২ ও মমিনুল হক ৩ রানে ব্যাট করছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন