চট্টগ্রাম সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ময়মনসিংহ সিএন্ডএফ সমবায় সমিতির ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

অনলাইন ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৩ | ৭:০২ অপরাহ্ণ

বৃহত্তর ময়মনসিংহ সিএন্ডএফ কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট সিজন-২৩ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে হালিশহর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন এসোসিয়েশনের উপদেষ্টা খন্দকার লতিফুর রহমান আজিম।

 

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শরীফুল হাসান লিংকনের পরিচালনায় উদ্বোধনী খেলায় প্রধান অতিথি বৃহত্তর ময়মনসিংহ সমিতি চট্টগামের মহাসচিব প্রকৌশলী মোহাম্মদ শামীম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. মিজানুর রহমান, সানমার ওশান সিটি অনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।

 

উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি মো. মন্জুরুল হক মন্জু, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, টুর্নামেন্টের আহবায়ক মজিবুর রহমান শাহআলম এবং সদস্য সচিব মো. শাহ আলম প্রমুখ। উদ্বোধনী ম্যাচে ধলেশ্বরী একাদশ বনাম কংশ একাদশের লড়াইয়ে ধলেশ্বরী একাদশ ২-০ গোলে কংশ একাদশকে পরাজিত করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন মো. মারুফ।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন