বিশ্বকাপের ফাইনালে ২৪১ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। শিরোপা জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে ২৪২ রান।
রবিবার (১৯ নভেম্বর) বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক ভারত। মাঝারি সংগ্রহে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক লোকেশ রাহুল। ১০৭ বলে ৬৬ রান করেছেন তিনি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শুভমান গিলের উইকেট হারায় ভারত। মাত্র ৪ রান করে আউট হন তিনি। মিচেল স্টার্কের বলে অ্যাডাম জাম্পাকে ক্যাচ দেন এ ওপেনার। গিল ফিরলেও বাউন্ডারি হাঁকিয়ে পাওয়ার-প্লেতে ভারতের রানসংখ্যা বাড়িয়ে নিচ্ছিলেন রোহিত। কিন্তু ১০ ওভার শেষ হওয়ার আগেই ভুল শট সিলেকশনে আউট হন তিনি। ৩১ বলে ৪৭ রান করেছেন তিনি।
উইকেটে এসে দ্বিতীয় বলেই চার মেরেছিলেন শ্রেয়াস আইয়ার। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। নিজের খেলা তৃতীয় বলে উইকেটের পেছনে জস ইংলিসের কাছে ক্যাচ দেন এই ব্যাটার।
১০০ রানের আগে ৩ উইকেট হারানোর পর লোকেশ রাহুলকে নিয়ে বিপর্যয় সামাল দিচ্ছিলেন বিরাট কোহলি। তবে ফিফটি তুলে নেয়ার পর ৫৪ রানে কামিন্সের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ডানহাতি এই ব্যাটার।
পূর্বকোণ/জেইউ/পারভেজ