চট্টগ্রাম সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৩ | ২:২৩ অপরাহ্ণ

ত্রয়োদশ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। যদিও শুরুতে টস ভাগ্য তাদের পক্ষে আসেনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরুতে টস জিতে তাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

ভারতীয় দল অপরিবর্তিত একাদশ নিয়ে আজ মাঠে নামছে। অজি দলও অপরিবর্তিত। অধিনায়ক প্যাট কামিন্স শুরুতে বল করার সিদ্ধান্ত নেওয়ার জন্য শিশিরকে ফ্যাক্টর হিসেবে দেখছেন।    

 

ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য জানিয়েছেন, টস জিতলে শুরুতে ব্যাটিংই করতেন তিনি। যেহেতু বড় ম্যাচ প্রচুর রান প্রয়োজন স্কোরবোর্ডে।

 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

 

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন