চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৩ | ৮:০৫ অপরাহ্ণ

বিশ্বকাপ শুরুর আগে থেকেই বাবরের আসন নড়বড়ে ছিল। বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পরই নিশ্চিত হয়ে গিয়েছিল বাবর আজমের অধিনায়কত্ব হারানো সময়ের ব্যাপার শুধু। অবশেষে সেটাই হল। বাবরের রাজত্বের ইতি ঘটেছে।

 

পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর আজম। বুধবার (১৫ নভেম্বর) তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন তিনি।

 

২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটার এক্সে পদত্যাগের ঘোষণা দিয়ে লিখেছেন, আজ আমি পাকিস্তানের সব সংস্করণের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করছি। এটা একটা কঠিন সিদ্ধান্ত। তবে আমি অনুভব করছি, এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময়।

 

ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স উপহার দিতে পারেনি পাকিস্তান। নয় ম্যাচের মাত্র চারটিতে জিতে তারা আসরের লিগ পর্ব থেকেই ছিটকে গেছে।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট