চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

পদত্যাগ চেয়ে পাপন ও সাকিবকে আইনি নোটিশ

ক্রীড়া ডেস্ক

১২ নভেম্বর, ২০২৩ | ৬:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনেরও পদত্যাগ চাওয়া হয়েছে ওই নোটিশে।

 

আজ রবিবার (১২ নভেম্বর) বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণে খন্দকার হাসান শাহরিয়ার নামে এক আইনজীবী এই আইনি নোটিশ পাঠান।

 

দলের এমন বাজে পারফরম্যান্সে বিসিবি ও অধিনায়ক সাকিবের দায় দেখছেন অনেকেই। তারই প্রেক্ষিতে এই আইনি নোটিশ পাঠিয়েছেন ওই আইনজীবী।

 

তবে আইসিসির আইন অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপের সুযোগ নেই। সম্প্রতি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে সে দেশের ক্রীড়া মন্ত্রণালয় হস্তক্ষেপ করে। এদিকে দেশটির ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন