চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ম্যাক্সওয়েলের কাছে হেরে গেল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

৭ নভেম্বর, ২০২৩ | ১০:৫১ অপরাহ্ণ

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন ডানহাতি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। খাদের কিনারায় দাঁড়ানো অস্ট্রেলিয়াকে জেতালেন একা দাঁড়িয়ে থেকে। এক পায়ে ভর করে শট খেলেছেন লম্বা সময়, একা হাতে নিশ্চিত করেছেন দলের জয়।

 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার (৭ নভেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেছেন ইব্রাহিম জাদরান। অজিদের হয়ে ৩৯ রানে ২ উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড। জবাবে ৭ উইকেট হারিয়ে ৪৬.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২০১ রান করেছেন ম্যাক্সওয়েল।

 

দলীয় ৯১ রানে ৭ উইকেট নেই অস্ট্রেলিয়ার। দর্শকরা এক প্রকার নিশ্চিত হয়ে গেছেন আফগানিস্তানের জয় নিয়ে। আফগান বোলার নুর আহমদ, রশিদ খান, নাভিন-উল হকদের তাণ্ডবে ভেঙে চুরমার অস্ট্রেলিয়া ব্যাটিং শিবির।

 

কিন্তু ক্রিকেট গোল বলের খেলা, ক্রিকেটে অবিশ্বাস্য অনেক কিছুই হয়ে যায়। যেমনটা আজ করে দেখালেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগান বোলার নুর আহমদের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ফাইন লেগে। বলটি সরাসরি বল চলে যায় মুজিব-উর রহমানের হাতে। তালুতে নিয়েও বলটি ফেলে দেন মুজিব। এতে নতুন করে খেলার সুযোগ পায় ম্যাক্সওয়েল।

 

ম্যাক্সওয়েলের ক্যাচ মিসেই ম্যাচ মিস করে ফেলল আফগানিস্তান। নিশ্চিত জয়ের ম্যাচটি ফেলে দিলো হাত থেকে। ম্যাক্সওয়েল তখন ছিলেন ৩৩ রানে। অস্ট্রেলিয়ার রান ছিল ১১২। মুজিব ক্যাচটি ধরতে পারলে হয়তো ম্যাচটির বয়স অল্প একটু বাড়ত।

 

এরপরই বদলে যায় চিত্র, বদলে যায় ইতিহাস, বদলের যায় ম্যাচটি দেখতে বসা প্রতিটি দর্শকের ভাবনা। এক অবিশ্বাস্য ইনিংস উপহার দেন ম্যাক্সওয়েল। আফগান বোলিংকে ধুমড়ে-মুচড়ে দিলেন তিনি। শেষ দিকে এসে ইনজুরিতে পড়লেন। দৌড়ে সিঙ্গেল কিংবা ডাবলস নিচ্ছিলেন না। শুধু বাউন্ডারি মেরেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়াকে উপহার দিলেন ৩ উইকেটের অবিশ্বাস্য এক জয়।

 

অপরাজিত ম্যাক্সওয়েল মাত্র ১২৮ বল মোকাবেলা করে ২১ বাউন্ডারি এবং ১০ টি ছক্কায় ২০১ রানের ইনিংস উপহার দেন। প্যাট কামিন্সকে অষ্টম উইকেট জুটিতে ২০২ রান তোলেন তিনি। ৬৮ বলে ১২ রান করে অপরাজিত থাকেন কামিন্স। ম্যাক্সওয়েলের এই লড়াইয়ে কামিন্সের অবদান কম নয়। তিনি যে জুটিটি উপহার দিলেন, তা বিরল হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন