চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাংলাদেশের লক্ষ্য ২৮০ রান

ক্রীড়া ডেস্ক

৬ নভেম্বর, ২০২৩ | ৬:২৩ অপরাহ্ণ

দিল্লিতে এসে বোলিং ইনিংসে কিছুটা হলেও স্বস্তি পেল বাংলাদেশ। নানা নাটকীয়তার এক ইনিংস শেষ করে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে জমা করেছে ২৭৯ রান। চারিথ আসালাঙ্কা খেললেন তার দ্বিতীয় ক্যারিয়ার সেরা ইনিংস। তার ১০৮ রানে চড়েই বাংলাদেশকে বড় টার্গেট দিল শ্রীলঙ্কা।

 

অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান। মুস্তাফিজকে বসিয়ে একাদশে ডাকা হয় তানজিম সাকিবকে। তবে ইনিংসের প্রথম ওভারেই শরিফুল ইসলামের বলে মুশফিকুর রহিম সুপারম্যান ক্যাচ। প্রথম স্লিপে থাকা শান্তর হাতে যাওয়া নিশ্চিত সহজ ক্যাচ অনেক কঠিন করেই মুশফিক গ্লাভসে নিলেন।

 

প্রথম পাওয়ার প্লে তে কুশল পেরেরার উইকেট ছাড়া আর কোনো বিপদ হয়নি লঙ্কানদের। পাথুম নিসাঙ্কা আর কুশল মেন্ডিসের ৬১ রানের জমে যাওয়া জুটি ভাঙে সাকিবের আগমনে। সাকিব অ্যাকশনে এসেই ক্যাচ বানিয়ে বিদায় করেন ১৯ রানে থাকা লঙ্কান অধিনায়ককে। পরের ওভারেই বাংলাদেশ ফেরায় ৪১ রানে করে ফেলা নিসাঙ্কাকে।

 

তানজিম হাসান সাকিবের বিশ্বকাপ অভিষেক উইকেট পাথুম নিসাঙ্কা। ইনসাইড এজে মিডল স্টাম্প উপড়ে যায় লঙ্কান ওপেনারের। এরপর সাদিরা সামারাবিক্রমা আর চারিথ আসালাঙ্কা মিলে তুলেন আরও ৬৩ রান। এই জুটিও ভাঙে সাকিবের বলেই। মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৪২ বলে ৪১ করা সাদিরা।

 

এরপরই চরম নাটকীয়তা। অদ্ভুতভাবে ‘টাইমড আউট’ এর শিকার কোনো বল না খেলা অ্যাঞ্জেলো ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাথুসই প্রথম ক্রিকেটার, যিনি সময় অতিক্রম করে হারিয়েছেন উইকেট। সাকিবের আবেদনে আম্পায়ার মারাইস ইরাসমাস সম্মত জানান, সাদিরা আউট হওয়ার ৫ মিনিট পর আম্পায়ারের আউটের সিদ্ধান্ত। স্বাভাবিকভাবেই হতাশা নিয়ে প্যাভিলিয়নে ফেরা ম্যাথুস হেলমেট ছুড়ে মারেন। ১ বলের ব্যবধানে বাংলাদেশ পায় দুই উইকেট।

 

৫৬ বলে পঞ্চাশ পূর্ণ করা আসালাঙ্কা সঙ্গী হিসাবে পান অভিজ্ঞ ধনঞ্জয়া ডি সিলভাকে। এই জুটির ৫০ রান আসে ৫১ বলে। ৭৮ রানে গিয়ে মিরাজের বলে মুশফিকের নাটকীয় স্টাম্পিংয়ে ভাঙে জুটি। মিরাজের বলে এগিয়ে খেলতে গিয়ে বল মিস করেন ধনঞ্জয়া। উইকেটরক্ষক মুশফিকও প্রথমবার স্টাম্পড করতে ব্যর্থ, দ্বিতীয় বারের চেষ্টায় স্টাম্পে বল ছুঁয়ে আউট নিশ্চিত করেন। ৩৪ রানের ইনিংস খেলে সাজঘরে যান ধনঞ্জয়া।

 

২১৩ রানে ৬ উইকেট হারানো শ্রীলঙ্কার ইনিংস পথ হারাতে দেননি চারিথ আসালাঙ্কা। মাহিশ থিকশানাকে নিয়ে ৪৪.৪ ওভারে আসালাঙ্কা দলের সংগ্রহ পৌঁছে দেন আড়াইশোতে। দারুণ খেলতে থাকা আসালাঙ্কা সহজেই ছুটতে থাকেন শতকের দিকে। এরমাঝেই থিকাশানা শরিফুলের বলে ক্যাচ দেন ব্যক্তিগত ২২ রানে।

 

চারিথ আসালাঙ্কা ওয়ানডে ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন বিশ্বকাপের মঞ্চে, ১০১ বলে। নানা কাণ্ডের জন্য আসালাঙ্কার আজকের ইনিংস লঙ্কানদের জন্য অন্যতম সেরা। সেঞ্চুরির পর আরও ভয়ংকর হয়ে উঠা আসালাঙ্কা ফেরেন তানজিম সাকিবের দ্বিতীয় শিকার হয়ে। আগের বলে ছয় হাঁকিয়ে পরের বলে লিটন দাসের হাতে বাউন্ডারি লাইনে ধরা। এক বল বিরতি দিয়ে সাকিবের ঝুলিতে আরও এক উইকেট। এবারও বাউন্ডারি লাইনে লিটনের দুর্দান্ত ক্যাচ। ডাক হয়ে ফিরলেন কাসুন রাজিথা। ৪৯তম ওভারে ৮ রান দিয়ে তানজিম সাকিবের শিকার জোড়া উইকেট।

 

শেষপর্যন্ত শ্রীলঙ্কার ইনিংস থামে ২৭৯ রানে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট