চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ক্রিকেট ইতিহাসে প্রথম ‘টাইমড আউট’ অ্যাঞ্জেলো ম্যাথিউস

৬ নভেম্বর, ২০২৩ | ৬:০৬ অপরাহ্ণ

ক্রিকেটে নিয়মানুযায়ী একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটারকে তিন মিনিটের মধ্যেই বল খেলার জন্য প্রস্তুত হতে হবে। সেই সময়ের মধ্যে বল খেলতে প্রস্তুত হতে না পারায় টাইমড আউট হলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামতে দেরি করায় আম্পায়ার টাইমড আউট দেন তাকে।

 

কোনো বল খেলার আগেই আউট হয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ক্রিজে আসতে দেরি করায় সাকিবরা আবেদন জানলে আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে এই অদ্ভূত আউটের শিকার হলেন তিনি।

 

যে হেলমেট নিয়ে ম্যাথিউস নেমেছিলেন, তাতে নিরাপদ বোধ করছিলেন না তিনি। টিভি রিপ্লেতে দেখা যায়, যে ফিতা দিয়ে হেলমেট আটকে রাখা হয়, সেটি বাঁধতে গিয়ে ছিড়ে বা খুলে গেছে। তাই আরও একটি হেলমেট নিয়ে আসা হয়। কিন্তু এটিও উপযুক্ত মনে করেননি তিনি।

 

এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটসম্যানের আউট হয়ে যাওয়া বা অবসরের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।’

 

এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সময়টা অবশ্য ২ মিনিট। তবে ম্যাথিউস পেরিয়ে গেছেন সে সময়ও। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ম্যাথিউসকে আউট দেওয়া হয়। আউট হয়ে মাঠ ছেড়ে যাওয়ার সময় হেলমেট ছুঁড়ে মারেন এই লঙ্কান। বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসেই প্রথম ‘টাইমড আউট’ হওয়া খেলোয়াড় ম্যাথিউস।

 

এই আউটের জন্য অবশ্য কোনো বল ধরা হবে না। কোনো বোলার বা ফিল্ডারও কোনো ক্রেডিট পাবে না।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট