চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাঁতার প্রতিযোগিতায় দারুণ নৈপুণ্য শাহ অহিদিয়া স্পোর্টস ক্লাবের

বিজ্ঞপ্তি

৩ নভেম্বর, ২০২৩ | ১১:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তঃক্লাব সাঁতার প্রতিযোগিতায় চিৎ সাঁতারে প্রথম ও মুক্ত সাঁতারে দ্বিতীয় স্থান অর্জন করেছে শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাব।

 

শুক্রবার (৩ নভেম্বর) উপজেলার জুলধা ইউনিয়ন আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন সরকারি খাস পুকুর প্রাঙ্গণে সকাল ১০টায় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে দারুণ পারফরমেন্স করে দর্শকদের মুগ্ধ করেন ক্লাবটির দুই সদস্য শাকিল ও আইমান।

 

মাসব্যাপী সাঁতার প্রতিযোগিতার ৫০ মিটার চিৎ সাঁতারে প্রথম স্থান ও মুক্ত সাঁতারে দ্বিতীয় স্থান লাভ করে শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাব।

 

কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা অফিস কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরীর সভাপতিত্বে ফাইনাল রাউন্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মামুনুর রশীদ। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

পরে বিজয়ী খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য সকল সদস্য ও দর্শকদের শুভেচ্ছা অভিনন্দন জানান শাহ অহিদিয়া স্পোর্টস ক্লাবের টিম ম্যানেজার বোরহান উদ্দীন তুহিন ও মো. দিদারুল আলম।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট