চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৩ | ৩:৪৫ অপরাহ্ণ

শুরুতেই উইকেট হারিয়ে বড় চাপে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ২৩ রানেই হারায় মূল্যবান তিন উইকেট। তবে এরপর লিটন কুমার দাসের সঙ্গে দলের হাল ধরেছেন পাঁচ নম্বরে নামা মাহমুদউল্লাহ। এরমধ্যেই দলীয় ফিফটি তুলে নিয়েছে টাইগাররা। ৬৭ বলে আসে বাংলাদেশের দলীয় পঞ্চাশ।

১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৬ রান। লিটন ২৮ ও মাহমুদউল্লাহ ১৮ রানে ব্যাটিং করছেন।

আরও একবার পাওয়ার প্লে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এদিন প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান তুলতে পেরেছে টাইগাররা। দলীয় ২৩ রানেই প্রথম সারির তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। এরপর অভিজ্ঞ মাহমুদউল্লাহকে নিয়ে দলের হাল ধরেছেন লিটন কুমার দাস।

মুশফিকের বিদায়ে বিপাকে বাংলাদেশ
হারিস রউফের প্রথম দুই বলে দুটি দারুণ বাউন্ডারি মেরেছিলেন লিটন দাস। এরপর সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করলে মুশফিকুর রহিমও বাউন্ডারি মেরে শুরু করেন। তবে এর পরের বলেই পাল্টা আঘাত হানেন রউফ। তার লেন্থে রাখা বলে জায়গায় দাঁড়িয়ে খোঁচা দিতে গিয়ে বিপদ ডেকে আনেন মুশফিক। ৮ বলে ৫ রান করেন তিনি।

৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ২৩ রান। লিটন দাস ১৪ ও মাহমুদউল্লাহ ০ রানে ব্যাটিং করছেন।

ব্যর্থতার বৃত্তেই শান্ত

০, ৭, ৮, ০ ও ৯। সব শেষ পাঁচ ম্যাচে এই স্কোর করেছিলেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষেও হতাশ করেছেন এই ব্যাটার। এদিন করলেন ৩ বলে ৪ রান। শাহিন শাহর করা ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে ফ্লিক করতে চেয়েছিলেন শান্ত। শর্ট মিড উইকেটে দারুণ ক্যাচ লুফে নেন উসামা মীর। ফলে ব্যর্থতার বৃত্তেই থাকতে হচ্ছে শান্তকে।

তিন ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬ রান। লিটন দাস ২ ও মুশফিকুর রহিম ০ রানে ব্যাটিং করছেন।

তানজিদকে ফিরিয়ে শাহিন আফ্রিদির শততম উইকেট

ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির করা প্রথম ওভারের পঞ্চম বলে এলডিডাব্লিউর ফাঁদে ফেলেন ওপেনার তানজিদ হাসান তামিমকে। তার লেংথ বলে লেগে ঘোরাতে গেলে লাইন মিস করেন এই তরুণ। ডিআরএসের সাহায্য নিয়েছিলেন তানজিদ। তবে লাভ হয়নি। রিপ্লেতে দেখা বল একেবারে স্টাম্পের বেলের কানা ছুঁলে আম্পায়ার্স কলে সাজঘরে ফিরতে হয় তাকে। পাঁচ বল খেলে কোনো রান করতে পারেননি এই ওপেনার।

আন্তর্জাতিক ওয়ানডেতে এটা শাহিন শাহর শততম উইকেটে। ৫১ ম্যাচে এসে ১০০ উইকেট পেলেন তিনি। যা পাকিস্তানের পক্ষে দ্রুততম। আর সবমিলিয়ে তৃতীয়। মাত্র ৪২ ম্যাচে ১০০ উইকেট শিকারে দ্রুততম নেপালের সন্দীপ লামিচানে। আফগানিস্তানের রশিদ খান ১০০ উইকেট পান ৪৪ ম্যাচে।

প্রথম ওভার শেষে ১ উইকেট হারালেও কোনো রান করতে পারেনি বাংলাদেশ। লিটন দাস ০ ও নাজমুল হোসেন শান্ত ০ রানে ব্যাটিং করছেন।

একাদশে ফিরেছেন তাওহিদ হৃদয়

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সবশেষ ম্যাচ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। একাদশে নেই শেখ মেহেদী হাসান। তার জায়গায় ফিরেছেন তাওহিদ হৃদয়। বিশ্বকাপে এবার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই তরুণ। যে কারণে বাদ পড়ে গিয়েছিলেন তিনি।

বাংলাদেশ একাদশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ:

বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, সাউদ শাকিল, আঘা সালমান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট