চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

ইংল্যান্ডকে ২৩০ রানের টার্গেট দিল স্বাগতিক ভারত

ক্রীড়া ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৩ | ৬:৩৮ অপরাহ্ণ

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২৩০ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক ভারত। রবিবার (২৯ অক্টোবর) ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করেছে ভারত।

 

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ৪০ রানে তিন উইকেট হারায় তারা। তবে অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ব্যাটে শুরুর এই ধাক্কা সামাল দেয় ভারত।

 

এই দুই ব্যাটার মিলে ৮৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। তবে দলীয় ১৩১ রানে ৫৮ বলে ৩৯ রান করে আউট হন রাহুল।

 

এরপর ক্রিজে আসা সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রোহিত। সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে আউট হন তিনি। ১০১ বলে ৮৭ রান করেন রোহিত।

 

রোহিতের বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারায় ভারত। একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন সূর্যকুমার। তবে দলীয় ২০৮ রানে ৪৭ বলে ৪৯ রান করে সাজঘরে ফিরে যান তিনি। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে ভারত। ইংল্যান্ডের পক্ষে ডেভিড উইলি নেন ৩টি উইকেট।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট