টানা পরাজয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ কলকাতায় ফিরে কিছুটা হলেও স্বস্তিতে। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসকে ২২৯ রানেই আটকে দিয়েছে সাকিব আল হাসানের দল। বোলারদের দাপট দেখানোর দিনে কেবল মেহেদী হাসান মিরাজই আজ থাকেন উইকেটশূন্য। বিশ্বকাপে দ্বিতীয় জয় পেতে বাংলাদেশকে করতে হবে ২৩০ রান।
কলকাতায় বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ম্যাচে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। অধিনায়ক সাকিব আল হাসান টস হারলেও তার বোলিং ইউনিট শুরুতেই এনে দেয় সাফল্য। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে প্রথম উইকেট পেল বাংলাদেশ। চোট কাটিয়ে ম্যাচে ফিরেই তাসকিনের বাজিমাত। মিড অফে দাঁড়িয়ে বিক্রমজিত সিংয়ের সহজ ক্যাচ লুফে নেন সাকিব।
পরের ওভারে এসেই শরিফুল ইসলাম গতি আর বাউন্সারে ম্যাক্স ও’ডাউডকে স্লিপে বানান ক্যাচ। তানজিদ তামিমের হাতে ক্যাচ তুলে ফেরা ডাউড করতে পারেননি এক রানও। এক রানের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে চরম বিপাকে ডাচরা। দলীয় ৪ রানের মাথায় জোড়া উইকেট হারালেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। পঞ্চাশ ছাড়িয়ে কলিন অ্যাকারম্যান ও ওয়েস্লি বাররেসির জুটির যখন ৫৯ রান, তখনই মুস্তাফিজুর রহমানের আঘাত। লফটেড শট খেলতে গিয়ে উইকেট এরিয়াতেই সাকিবের হাতে ধরা ৪১ রান করে ফেলা বাররেসি।
এরপর সাকিব এসে তুলে নেন অ্যাকারম্যানের উইকেট। সাকিবের লাফিয়ে উঠা বলে সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে মুস্তাফিজের হাতে ক্যাচ হন ৩৩ বল খেলে ১৫ রানে থাকা কলিন অ্যাকারম্যান। পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও বাস ডি লিড। তারা দুজনে দলের সংগ্রহ শতকও ছাড়িয়ে নিয়ে গিয়েছিল। তবে ৪৪ রানের জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন। দলীয় ১০৭ রানের মাথায় উইকেটের পিছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডি লিড।
জমে যাওয়া স্কট এডওয়ার্ডস ও বাস ডি লিডের জুটিও ভাঙেন মুস্তাফিজুর রহমান। দুই সেট ব্যাটারকে ৫ বলের মধ্যে ফেরালো বাংলাদেশ। ৪৫তম ওভারে মুস্তাফিজুর রহমান আউট করেন স্কট এডওয়ার্ডসকে। ফিফটি হাঁকিয়ে দলকে টানতে থাকা এডওয়ার্ডস বিদায় নেন ৬৮ রানের ইনিংস খেলে। পরের ওভারে মেহেদী হাসানের বলে লেগ বিফোরে উইকেট হারান ৩৫ রান করা এঙ্গেলব্রেখট।
রান আউটের শিকার হয়ে দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন ৬ রানে থাকা শারিজ আহমেদ। নিজের কোটার শেষ ওভারে শরিফুল ইসলাম পান দ্বিতীয় উইকেটের দেখা। ৬ বলে ৯ রান নিয়ে সাজঘরে যান আরিয়ান দত্ত, নেদারল্যান্ডস হারায় তাদের নবম উইকেট। কিন্তু লোগান ভ্যান বিকের ক্যামিও ২৩ রানের ইনিংসে সংগ্রহ বাড়িয়ে নেয় ডাচরা। শেষপর্যন্ত নেদারল্যান্ডসের ইনিংস থামে ২২৯ রানে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ