চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

ইংল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ শ্রীলঙ্কার

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৩ | ৯:৪৩ অপরাহ্ণ

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড টানা তৃতীয় হারে চলতি বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে আজ বৃহস্পতিবার সর্বশেষ ম্যাচে ইংলিশরা হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বাটলার-স্টোকসরা মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায়। যা এই ভেন্যুতে ওয়ানডে ফরম্যাটের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

১৫৭ রানের জবাবে শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। অবশ্য এরপর ১৩৭ রানের জুটিতে বাকি পথ সামলেছেন পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দুজনের জোড়া ফিফটিতে বিশ্বকাপে লঙ্কানরা পেয়ে গেছে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট