চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

জোড়া ফিফটিতে ২৮২ রানের লড়াকু সংগ্রহ পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৩ | ৬:৪৪ অপরাহ্ণ

চেন্নাইয়ের স্পিন উইকেটে শুরুটা ভালোই করে পাকিস্তান। তবে মিডল ওভারে খেলার লাগাম টেনে ধরেছিল আফগান স্পিনাররা। নূর আহমেদ এবং মোহাম্মদ নবীর দুর্দান্ত বোলিংয়ে একপর্যায়ে চাপে পড়ে যায় বাবর আজমরা। সেখানে হাল ধরেন অধিনায়ক নিজেই। যোগ্য সঙ্গ দিয়েছেন শাদাব খান। আর শেষদিকে ইফতিখার আহমেদের ঝোড়ো ব্যাটিংয়ে ২৮২ রানের বড় সংগ্রহ পেয়ে যায় পাকিস্তান।

 

সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে আফগানদের রানের লক্ষ্য দিয়েছে বাবর আজমের দল।

 

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। কোনো উইকেট না হারিয়ে পাওয়ারপ্লেতে ৫৬ রান করেন দুই ওপেনার ইমাম উল হক এবং আব্দুল্লাহ শফিক। পাওয়ারপ্লের পর আজমতকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন আজমউল্লাহ। ইমামকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন তিনি।

 

দ্বিতীয় উইকেটে শফিকের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন বাবর। শফিককে ফিরিয়ে জুটি ভাঙেন নূর। রিজওয়ানকেও দ্রুত ফেরান তিনিই। ভালো শুরু পেয়েও নবির শিকার হয়ে ২৫ রানে ফেরেন সাউদ শাকিল।

 

শাদাবকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ইনিংস খেলেন বাবর। ৯২ বলে ৭৪ রান করে শেষমেশ নূরের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। শেষদিকে ইফিতিখার আহমেদ খেলেন ঝোড়ো ইনিংস। ২৭ বলে তার ৪০ রানের ইনিংসে ২৮০ রান পার করে পাকিস্তান। ৩৮ বলে ৪০ রান করে শেষ বলে আউট হয়েছেন শাদাব।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট