চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর, ২০২৩ | ২:২০ অপরাহ্ণ

লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে লঙ্কানরা। একাদশে ২টি পরিবর্তন এনেছে তারা। দাসুন শানাকা ও মাথিশার বদলে খেলছেন চামিকা ও লাহিরু কুমারা। এর মধ্যে ইনজুরিতে ছিটকে গেছেন দাসুন। অন্যদিকে অস্ট্রেলিয়া নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরছে অস্ট্রেলিয়া। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ১৩৪ রানের বিশাল ব্যবধানে। অন্যদিকে শ্রীলঙ্কাও দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানের বড় ব্যবধানে হেরে আসর শুরু করেছে। এরপর তারা পাকিস্তানের কাছে হেরেছে ৬ উইকেটে।

 

অস্ট্রেলিয়ার একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

 

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েললাগে, মহেশ থেকশানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট