বিস্ময়কর ফুটবল প্রতিভা নিয়ে এই মর্তে এসেছিলেন তিনি। সেটার প্রকাশও দেখিয়েছেন বিশ্বের বিভিন্ন লিগে, বিশেষ করে বার্সেলোনায়। খেলার নৈপুন্যের সুবাদে যতটা প্রশংসিত মাঠের বাইরের জীবন নিয়ে আবার ততটাই সমালোচিত ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। আবারও আলোচনায় নিয়ে এলেন নিজেকে। ফিরেছেন নতুন রুপে। ফুটবলের রোনালদিনহো এবার হলেন র্যাপার।
সম্প্রতি রোনালদিনহোর গাওয়া একটি গান প্রকাশ পেয়েছে। যেখানে তিনি র্যাপার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ব্রাজিলিয়ান গায়ক ভার্সিয়োর সঙ্গে ‘গাররা’ শিরোনামের এই গানে অংশ নেন রোনালদিনহো। এই গানের বিষয়বস্তু ব্রাজিলের দুর্নীতি, অপশাসন ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ। গানে ৩০ সেকেন্ড র্যাপার করার পাশাপাশি কিছু সময় ড্রামও বাজান তিনি। তবে রোনালদিনহোর গান গাওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম নয়। এর আগ তিউনিসিয়ান কেটুরাইমের সঙ্গেও পারফর্ম করেছেন এই ফুটবল কিংবদন্তি। এমনকি ২০১৮ বিশ্বকাপের অফিশিয়াল গানের মিউজিক ভিডিওতেও রোনালদিনহো ছিলেন। এছাড়া ২০১৮ বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ড্রামস বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন।