চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

এবার কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

৭ অক্টোবর, ২০২৩ | ১:৪৯ অপরাহ্ণ

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র কন্যা সন্তানের বাবা হয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) টুইট করে নিজেই এই সুখবর জানিয়েছেন।

সেখানে নেইমার লিখেছেন, ‘জীবন পূর্ণ করার জন্য আমাদের মাভি চলে এসেছে। স্বাগতম, কন্যা। এখনই তোমাকে আমরা ভালোবেসে ফেলেছি। আমাদের কাছে আসার জন্য ধন্যবাদ।’

২০২১ সাল থেকে ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে প্রেম শুরু হয় ব্রাজিল তারকার। বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে। ওই বছরের আগস্টে তাদের আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। তবে নেইমারের ৩১তম জন্মদিনে আবারও মিলে যাওয়ার খবর পাওয়া যায়। এরপরই বিয়ানকার্দি সন্তান সম্ভবা বলে জানা যায়।

নেইমারের ১২ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ডেভি লুকা। ২০১১ সালের আগস্টে তার জন্ম হয়। লুকার মা নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট