ভ্যান বিক ও ভ্যান মেকেরানদের নৈপুণ্যে পাকিস্তানের টপঅর্ডারের তিন ব্যাটারকে মাত্র ৩৮ রানের মধ্যেই তুলে নিয়েছিল নেদারল্যান্ডস। সেই ধাক্কা সামলে মিডলঅর্ডারের ব্যাটারদের ওপর ভর করে বড় পুঁজি পেয়েছে বাবর আজমের দল। সব কটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৮৬ রান।
শুক্রবার (৬ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে টপঅর্ডারের ব্যাটারদের দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল নেদারল্যান্ডস। ১৫ রানে ইমাম উল হক, ১২ রানে ফখর জামান ও ৫ রানে ফিরে যান বাবর আজম। এরপর দলের হাল ধরেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান মিলে।
শাকিল ও রিজওয়ান ডাচ বোলারদের মেরে খেলতে থাকেন। দুজন হাফসেঞ্চুরিও তুলে নেন। তাদের মধ্যে ১২০ রানের জুটি হওয়ার পর আঘাত হানেন আরিয়ান দত্ত। ৫২ বলে ৬৮ রান করে এ সময় সাজঘরে ফেরেন শাকিল। স্কোর বোর্ডে আর ২৪ রান যোগ হওয়ার পর বাস ডি লিডির বলে বিদায় নেন রিজওয়ান। ৭৫ বলে তিনিও করেন ৬৮ রান। ইফতিখার আহমেদ ফিরে যান ৯ রান করে।
এরপর আরও একটা বড় জুটি গড়ে তুলেন মোহাম্মদ নেওয়াজ ও শাদাব খান মিলে। ১৮৮ রানে ৬ উইকেট হারানোর পর তাদের জুটিতে আসে আরও ৬৪ রান। শাদাবকে ৩২ রানে সাজঘরে ফিরিয়ে সেই জুটি ভাঙেন লিডি। হাসান আলি রানের খাতাই খুলতে পারেননি। লিডির বলে গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। ৪৩ বলে নেওয়াজ করেন ৩৯ রান।
শেষ দিকে শাহিন আফ্রিদির ১৩ ও হারিস রউফের ১৬ রানে ভর করে ২৮৬ রান করে পাকিস্তান। ডাচদের হয়ে ৪ উইকেট পান বাস ডি লিডি। ২ উইকেট শিকার করে কলিন অ্যাকারম্যান। একটি করে উইকেট পান আরিয়ান, ভ্যান বিক ও ভ্যান মেকেরান।
পূর্বকোণ/জেইউ/পারভেজ