চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার

ক্রীড়া ডেস্ক

২ অক্টোবর, ২০২৩ | ১১:২৭ অপরাহ্ণ

লক্ষ্য খুব বড় ছিল না। দেখেশুনে খেললে ৩৭ ওভারে ১৯৭ রান অনায়াসে করা যায়। কিন্তু বৃষ্টির চোখ রাঙানি মাথায় রেখে শুরু থেকে আগ্রাসী ইংল্যান্ডের ব্যাটাররা।

 

যদিও প্রথম ওভারে মাত্র ৯ রানে উদ্বোধনী জুটি ভেঙে যায় ইংল্যান্ডের। মোস্তাফিজুর রহমান ৪ রানে ডেভিড মালানকে তানজিদ হাসান তামিমের ক্যাচ বানান। পরের তিন ওভারে জো রুটকে সঙ্গে নিয়ে জনি বেয়ারস্টো ঝড় তুলে ৪২ রান যোগ করেন। মোস্তাফিজ তাকে বোল্ড করে স্বস্তি ফেরান পঞ্চম ওভারে। ২১ বলে ৬ চার ও ১ ছয়ে ৩২ রান করেন বেয়ারস্টো।

 

এই আগ্রাসী শুরুতে ভর করে ইংল্যান্ড মাত্র ১০ ওভারে ১০০ রান জমা করে স্কোরবোর্ডে, ৩ উইকেটের বিনিময়ে। চারটি চার মেরে ১৭ রান করা হ্যারি ব্রুককে অষ্টম ওভারে বোল্ড করেন হাসান মাহমুদ।

 

রুট সতর্ক ব্যাটিং করলেও অন্য প্রান্তে জস বাটলার ছিলেন আক্রমণাত্মক। ১৫ বলে ৫ চার ও ১ ছয়ে ৩০ রান করার পর তাকে থামান শরিফুল ইসলাম। মুশফিকুর রহিমের হাতে জীবন পাওয়া লিয়াম লিভিংস্টোন মাত্র ৭ রান করে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হয়ে তাসকিন আহমেদের শিকার।

 

আর পেছনে ফিরতে হয়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। এর মধ্যে তানজিম হাসান সাকিবকে ১৯তম ওভারে দুটি চার ও এক ছয়ে ১৪ রান ও ২২তম ওভারে দুটি ছয়ে ১২ রান তুলে মঈন আলী জয়ের কাজ সহজ করে দেন। ধীরে খেলা রুটের সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন তিনি। পরের ওভারে ৩৭ বলে হাফ সেঞ্চুরি উদযাপন করেন মঈন। নাসুম আহমেদকে লং অন দিয়ে ছক্কা মারার পরের বলে থামতে হয় ইংলিশ ব্যাটারকে। ৩৯ বলে দুটি চার ও ছয়টি ছয়ে ৫৬ রান করেন মঈন। জিততে তখন দরকার মাত্র চার রান। ক্রিস ওকসকে নিয়ে এগিয়ে যান রুট। ২৪তম ওভারের প্রথম বলে তার ব্যাটে আসে জয়সূচক দুটি রান।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট