চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

জয়ের জন্য ইংলিশদের সামনে লক্ষ্য ১৯৭ রান

ক্রীড়া ডেস্ক

২ অক্টোবর, ২০২৩ | ৮:৪৩ অপরাহ্ণ

বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৮ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বৃষ্টিতে ১৩ ওভার কমিয়ে আনা হয়েছিল ম্যাচের দৈর্ঘ্য। সেই সুবাদে ৫০ ওভারের পরিবর্তে খেলা হয় ৩৭ ওভারে। জয়ের জন্য ইংলিশদের সামনে লক্ষ্য ১৯৭ রান।

 

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটাকে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু বেরসিক বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় মোমেন্টাম হারিয়ে ফেলে বাংলাদেশ।

 

বৃষ্টিতে প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের সামনে কেবল রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেন টাইগার ব্যাটাররা।

 

গোয়াহাটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোট পাওয়ায় এই ম্যাচেও খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত শুরু করলেও এবার খুব বেশিদূর এগোয়নি ওপেনিং জুটি। রিস টপলির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন দাস। ৬ বলে ৫ রান করে ফেরেন তিনি। টপলির শিকার হয়ে থিতু হতে পারেননি নাজমুল হোসেন শান্তও (২)। তবে আগের ম্যাচের মতোই দারুণ ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম। যদিও ফিফটির খুব কাছ থেকেই ফিরতে হয় তাকে। মার্ক উডের বলে বোল্ড হওয়ার আগে ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রান করেন বাঁহাতি এই ওপেনার।

 

এরপর উইকেটের একপ্রান্ত আগলে রাখতে শুরু করেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু অপরপ্রান্তে উইকেট বিলিয়ে দিয়ে আসেন মুশফিকুর রহিম (৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১৮)। দুজনেই আটকা পড়েন আদিল রশিদের স্পিন জালে। ম্যাচের ৩০ ওভারের পর হানা দেয় বৃষ্টি। তিন ঘণ্টা প্রকৃতির দাপটের পর রাত ৮টায় শুরু হয় খেলা। ৫ উইকেটে ১৫৩ রান থেকে ৩৭ ওভার শেষে বাংলাদেশ থামে ৯ উইকেটে ১৮৮ রানে। সর্বোচ্চ ৭৪ রান আসে মিরাজের ব্যাট থেকে। ৮৯ বলে ১০ চারে ইনিংসটি সাজান তিনি। ইংল্যান্ডের হয়ে রিস টপলি শিকার করেন সর্বোচ্চ তিন উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন ডেভিড উইলি ও আদিল রশিদ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট