চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২ অক্টোবর, ২০২৩ | ২:৩৪ অপরাহ্ণ

প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।

 

আসামের গুয়াহাটিতে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচটিতে হানা দিতে পারে বেরসিক বৃষ্টি।

অনুশীলনে চোট পাওয়ায় শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান। ইংলিশদের বিপক্ষেও তার মাঠে নামার সম্ভাবনা কম। তবে ফিরেছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাজমুল হাসান শান্ত। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে এশিয়া কাপ থেকে ফিরেছিলেন তিনি। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিরে নেতৃত্বও দেন এই টপ অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অবশ্য রাখা হয়নি তাকে। তবে আজ অধিনায়ক হিসেবে ইংলিশদের বিপক্ষে টস করতে নামেন তিনি।

 

অন্যদিকে ইংল্যান্ডেরও এটি দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। এর আগে গত শনিবার ভারতের বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়।

 

ইংল্যান্ড (ব্যাটিং একাদশ, ফিল্ডিং একাদশ): ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, মঈন আলি, ক্রিস ওকস, স্যাম কুরান, ডেভিড উইলি, আদিল রশিদ, রিস টপলে, মার্ক উড, গাস অ্যাটকিনসন।

 

বাংলাদেশ (ব্যাটিং একাদশ, ফিল্ডিং একাদশ): তানজিদ হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট