চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকিরের অভিষেক

স্পোর্টস ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১:৪৫ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়কত্বের অভিষেক ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে ব্যাটার জাকির হাসানের। একইসঙ্গে বিশ্রাম থেকে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ও পেসার শরীফুল ইসলাম।

 

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা। আজকের ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী হিসেবে।

 

সিরিজের শেষ ম্যাচের বাংলাদেশ দলে বেশকিছু পরিবর্তন এসেছে। ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের না থাকার ব্যাপারটি আগেই নিশ্চিত ছিল। বিশ্রামে থাকছেন পেসার মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন সৌম্য সরকার।

 

অন্যদিকে আগের দুই ম্যাচে না খেলা কয়েকজন ফিরেছেন এই ম্যাচে। এর মধ্যে লিটন দাস না থাকায় নেতৃত্বও দেবেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার পাশাপাশি ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম এবং পেসার শরিফুল ইসলাম।

 

পরিবর্তন এসেছে নিউজিল্যান্ডের একাদশেও। বিশ্রামে রাখা হয়েছে কাইল জেমিসন ও চ্যাড বোয়েসকে। ঢুকেছেন অ্যাডাম মিলনে ও ডিন ফক্সক্রফট।

 

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), জাকির হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

 

নিউজিল্যান্ডের একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট