আমি একমাত্র বিশ্বচ্যাম্পিয়ন যে নিজ ক্লাবে বিশ্বজয়ের স্বীকৃতি পাইনি: মেসি
একজন ফুটবলারের পক্ষে যা কিছু জয় করা সম্ভব, সবই জিতেছেন মেসি। গত বছর ঘুচিয়েছেন বিশ্বকাপের অপূর্ণতা। কাতার বিশ্বকাপ জিতে জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরাদের ছোট তালিকায়। তবুও, একটি বিষয়ে আক্ষেপ আছে মেসির। বিশ্বকাপ জেতার পর পিএসজি তাকে কোনো সম্মান দেয়নি। এমনটাই জানালেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক।
পিএসজিতে লিওনেল মেসি খুশি ছিলেন না, এটা ব্রেকিং নিউজ নিশ্চয়ই নয়। তবে মেসি নিজ মুখে সেটা সরাসরি সেভাবে বলেননি। আজ বলেছেন।
আর্জেন্টাইন ইউটিউব চ্যানেল ওলগার সঙ্গে সাক্ষাৎকারে মনের আগল খুলে দিয়েছেন মেসি। যেখানে পিএসজিকে একেবারে ধুয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ইএসপিএনে দেওয়া একটি সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমিই একমাত্র বিশ্বকাপজয়ী ফুটবলার, যাকে বিশ্বকাপ জয়ের পর ক্লাব থেকে কোনো সম্মান দেখানো হয়নি। অথচ, আমার সব সতীর্থদের তাদের ক্লাব থেকে সম্মানিত করা হয়েছে।’ বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনা থেকে শুরু করে সর্বত্রই সম্মান পেয়েছেন মেসি। নতুন ক্লাব ইন্টার মায়ামি তো মেসিকে পেয়ে রীতিমতো আত্মহারা। বিশ্বকাপ জয়ের পর সেই মেসিকে তার ক্লাব পিএসজি যে শুধু সম্মান দেখায়নি তা নয়, বরং মাঠে নেমে মেসিকে শুনতে হয়েছে দুয়োধ্বনি।
মেসি অবশ্য বরাবরই বলেছেন, পিএসজিতে তিনি সুখী ছিলেন না। সেই কথাটিই যেন বৃহস্পতিবার ইএসপিএনকে পুনরাবৃত্তি করলেন এই তারকা ফুটবলার।
মেসি বলেন, ‘আমি সবসময়ই যেটি বলে এসেছি, পিএসজিতে আমি ভালো ছিলাম না। দুটি বছর আমার ভালো কাটেনি। এমনকি, বিশ্বকাপ জয়ের পরও ওরা আমাকে কোনো সম্মান দেখায়নি। বিশ্বকাপ জয়ী হিসেবে ন্যূনতম সম্মান আমার প্রাপ্য ছিল।’
পূর্বকোণ/ইসমাইল/পারভেজ