চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফের বাবা হতে চান মেসি

স্পোর্টস ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৫২ অপরাহ্ণ

লিওনেল মেসি ফুটবল ক্যারিয়ারে সবকিছুই অর্জন করেছেন। ব্যক্তিজীবনেও দারুণ সফল। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও তিন ছেলেকে নিয়ে সুখের সংসার তার। তবে সেই সুখের মাঝেই একটা অভাব বুঝি মেসির মর্মে অনুভব করেন আর্জেন্টাইন সুপারস্টার। একটা মেয়ে যে নেই তার।

ইএসপিএনের মিগু গ্রানাদোসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি তাই বললেন, আরও একটি সন্তান চান তিনি ও তার স্ত্রী। আর এ ক্ষেত্রে তাদের চাওয়া কন্যা সন্তান।

এক প্রশ্নের উত্তরে মেসি বলেন, ‘আমি আরেকটি বাচ্চা নিতে চাই। আমি ও আন্তোনেল্লা এখন চেষ্টা করছি না। তবে বলতে পারছি না। দেখা যাক, কোনো কন্যা সন্তান আসে কি না।’

মেসি এবং আন্তোনেল্লার ঘরে তিন ছেলে সন্তান- ১০ বছরের থিয়াগো, ৭ বছরের মাতেয়ো ও ৫ বছরের চিরো।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট