চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ম্যাচ শুরু সাড়ে চারটায়, খেলা ৪২ ওভারের

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:৩১ অপরাহ্ণ

প্রায় দুই ঘণ্টা বৃষ্টির পর বিকাল সাড়ে ৪টায় শুরু হবে বৃষ্টি। ম্যাচটি নেমে এসেছে ৪২ ওভারে। এর আগে ৪.৩ ওভার পর বন্ধ হয়ে গিয়েছিল প্রথম ওয়ানডে। উইল ইয়াং ও ফিন অ্যালেনের ওপেনিং জুটি অবিচ্ছিন্ন ৯ রানে।

 

মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু ৪ ওভার ৩ বল হওয়ার পর ম্যাচ বন্ধ হয়। বৃষ্টি আসার আগপর্যন্ত কিউই ওপেনারদের ভালোই চাপে রেখেছিলেন দুই পেসার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। কোনো উইকেট না পেলেও কেবল ৯ রান খরচ করেছে টাইগাররা। উইল ইয়াং ৩ ও ফিন অ্যালেন অপরাজিত আছেন ৫ রানে।

 

বিশ্বকাপের আগে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মূল ক্রিকেটারদের। এ ম্যাচে বেশ কিছু প্রত্যাবর্তনও দেখছে বাংলাদেশ দল। ২০২১ সালের পর জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন সৌম্য সরকার। মাহমুদউল্লাহ রিয়াদ সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে।

 

এছাড়া তামিম ইকবালও ফিরছেন এই সিরিজ দিয়ে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচের পর অবসরের ঘোষণা দেন। পরে সেটি ভাঙলেও পিঠের চোটের কারণে এশিয়া কাপ খেলতে পারেননি। ছেড়ে দেন নেতৃত্বও।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন