চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সিরাজ তুলে নিলেন ৫ উইকেট, দিশেহারা শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:৫০ অপরাহ্ণ

এশিয়া কাপের ফাইনালে টস জিতে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে দেরিতেও শুরু হয়েছিল খেলা। বৃষ্টি থামার পর খেলা শুরু হয়। শুরুতেই ছয় উইকেট হারিয়ে দিশেহারা শ্রীলঙ্কা। ইনিংসের চতুর্থ ওভারে একে একে পাথুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভাকে শিকার করেন সিরাজ। তার দুর্দান্ত ওভারে ম্যাচের নাটাই এখন ভারতের হাতে। ষষ্ঠ ওভারে এসে ফের আরও একটি উইকেট তুলে নিয়েছেন এই সিরাজ।  এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত শ্রীলঙ্কা ৬ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩ রান করেছেন।

 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে  টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ধাক্কাটা খায় ইনিংসের প্রথম ওভারেই।  জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন  ওপেনার কুশল পেরেরা।

 

এরপর কেবল সিরাজের দাপট। কোনো রান ছাড়াই নিজের প্রথম ওভার শেষ করেন এই পেসার। দ্বিতীয় ওভারের প্রথম বলেই পেয়ে যান উইকেটের দেখা। তার লেংথ ডেলিভারিতে ব্যাট চালিয়ে পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দেন নিসাঙ্কা (২)। পরের বল ডট দিলেও তৃতীয় বলে নতুন আসা ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সিরাজ। চতুর্থ বলে আসালাঙ্কাকে (০) ফিরিয়ে জাগিয়ে তোলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। যদিও হ্যাটট্রিকের পরিবর্তে সেই বলে চার হজম করতে হয়েছে ডানহাতি এই পেসারকে। কিন্তু শেষ বলে তুলে নেন আরও এক উইকেট। দুর্দান্ত এক আউটসুইঙ্গারে খোঁচা মেরে উইকেটরক্ষক লোকেশ রাহুলকে ক্যাচ দেন ধনঞ্জয়া (৪)। বল বাই বল ডাটা অনুযায়ী প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ওভার চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সিরাজ।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট