বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন ঢাকায়। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিউজিল্যান্ড দলের একাংশ ঢাকায় এসে পৌঁছেছে।
ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এশিয়া কাপে রিয়ালিটি চেকের পর এই সিরিজকে ধরা হচ্ছে দলের সীমাবদ্ধতাগুলো পূরণ করার শেষ সুযোগ। এশিয়া কাপে যে আশা নিয়ে টাইগাররা দেশ ছেড়েছিল, তার বিন্দুমাত্র পূরণ করতে পারেনি। তারপরো আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর স্বপ্ন বুনছে সাকিব আল হাসানের দল। সে প্রস্তুতির জন্য শেষ সুযোগ পাচ্ছে তারা।
২১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সেই সিরিজ খেলতে নিউজিল্যান্ড দলের একাংশ ঢাকায় পা রেখেছে। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারীরা।
নিউজিল্যান্ডের স্কোয়াড: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বাওয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
পূর্বকোণ/জেইউ/পারভেজ